#হৃদলিপি#
- APTAA

- Sep 24, 2021
- 1 min read
Updated: Sep 25, 2021
উত্তম চৌধুরী -
Mining , APT 1990 Batch
আমি পাথরে খোদাই করি
সেইসব নীলকর সাহেবদের নাম,
খোদাই করি সেইসব চাষীদের নাম।
লিখে রাখি সেইসব বিপ্লবীদের কথা
যারা আদর্শের জন্য বলিদান দিয়েছে।
শাণিত ক্ষুরধার ফলা লিখে চলে
তাঁদের নাম যারা স্বাধীনতার অর্থ বুঝিয়েছে।
আমার লিখতে ইচ্ছে হয়
সেইসব রাজনৈতিক মানুষের কথা
যারা শুধু শ্রমদান করে গেছে।
আমি তাদের কথাও লিখি
যারা দেশ, পৃথিবীকে ভেঙ্গে
সর্বময় কর্তা হতে চায়।
সযত্নে লিখেছি তাদের নাম
যারা আমার থেকে জন্মভূমি,
জন্মদাত্রী কে মুছে দিতে চেয়েছে।
আমি খোদাই করি, না বলা যন্ত্রনা,
যেগুলো খোদাই করার আগেই ইতিহাস হয়ে গেছে।
আমি বৃষ্টি ভালবাসি,
ভিজতে ভিজতে বৃষ্টিস্নাত চোখ লাল হয়,
তাই কেউ কখনও আমার নেত্রমল দেখেনি।
এইসব যন্ত্রনা চিহ্নের মাঝে,
আজ তোমার নামও খোদাই করলাম
শিলালিপির পরিবর্তে
সেগুলো হৃদলিপি হলেও হতে পারে।





What a Beautiful poem by Uttam Da - Just touched my heart