কবিতা::: সাঁকো __________________ অনুপম দত্ত - বাপ্পা __________________
- APTAA

- Oct 11, 2021
- 1 min read
টলোমলো পায়ে ঢুলু ঢুলু চোখে
পরান মাঝি পার হয়ে যায় এক নির্বিকল্প সাঁকো -----
এপারে খেলাম বাটির খামখেয়ালী ঘর-সংসার,
ওপারে হয়তো তার কাঙ্খিত স্বর্গ দুয়ার!
পিছনে ফেলে আসা ছায়া সব তাচ্ছিল্যে হাসে,
পরান মাঝি তবু ধীরে ধীরে পার হয়ে আসে,
পাগল সন্ন্যাসী ঘরে ফিরবে না আর
নিজের অবয়ব কে প্রশ্ন করে----- কোথায় আসল ঘর?
কবিতার খাতা নিয়ে পরান মাঝি হেঁটে যায়----
সম্পর্ক হীন এই পৃথিবীতে সম্পর্ক গড়ার ইচ্ছায়।
সাঁকোর নীচে অসংজ্ঞায়িত ঢেউ বয়ে যায়,
পাল ছেঁড়া হাল ভাঙ্গা নৌকা দিক হারায়,
পরান মাঝি সাঁকো গড়ে , বার বার ভেঙে যায় সে সাঁকো ------ আবার গড়ে
সাঁকো পার হয় ------ পৌঁছে যাবেই সে ওপারে।
কপিরাইট:: aduttabappa1975@gmail.com




Comments