কাব্যগ্রন্থ: ইচ্ছে আগুন - ফিনিক্স পাখি
- APTAA

- Feb 20, 2022
- 2 min read
প্রকাশিতব্য বই
কাব্যগ্রন্থ: ইচ্ছে আগুন - ফিনিক্স পাখি
লেখক: অনুপম দত্ত বাপ্পা
প্রচ্ছদ: মৌপিয়া বিশ্বাস
পরিবেশনায়: রঙমিলান্তি প্রকাশনী Rongmilanti Prakashani
মূল্য: ২৫০/- (ভারতীয় মূল্য)
শীঘ্রই আসছে পাঠকের জন্য-
পুস্তক পরিচিতি:
কাব্যগ্রন্থ: ইচ্ছে আগুন - ফিনিক্স পাখি
বড্ড ভয়। চতুর্দিকে ভয়। শুধু মৃত্যু ভয়। সাইরেন বেজে যায় অহরহ, যেন মরনের পাগলা ঘণ্টা।
দাউ দাউ করে চিতার আগুন জ্বলছে, সারি বদ্ধ ভাবে খোঁড়া হচ্ছে লক্ষ লক্ষ কবর, নদীতেও ভেসে যাচ্ছে অসংখ্য লাশ।
সব দরজা জানলা বন্ধ। পালাবার কোনো পথ নেই। স্তব্ধ হয়ে গেছে সারা পৃথিবী জোড়া সভ্যতা।ভাইরাস আর জীবাণু গুলো কুরে কুরে খাচ্ছে অস্থি - মজ্জা - রক্ত। ফুসফুসে বাসা বেঁধেছে ভয়। শ্বাস - প্রশ্বাস বন্ধ, থমকে গেছে পৃথিবী।
লোভে লালসায় আক্রোশে ভরা বিপন্ন এক পৃথিবী। সন্ত্রাসে সন্ত্রাসে বিপন্ন এক পৃথিবী। বিপর্যয় গ্রস্থ এক পৃথিবী। কলুষিত হয়েছে জল ও মাটি। বিষ বাস্পে ভরে গেছে বাতাস। কোথাও কোনো আলো নেই --- জীবনদায়ী আলো।
পৃথিবী নীরবে কাঁদছে আজ। নৈঃশব্দ আর শুধুই নৈঃশব্দ। নৈঃশব্দ নয় যেন বোবা আর্তনাদ।
থেমে গেছে সব কিছু। প্রেম আজ প্রেম ভুলে গেছে।মানুষ ভুলে গেছে মানুষ কে। সবাই সবার থেকে অনেক দূরে চলে গেছে। কোথায় গেছে ? কোথায় যাবে ? --- গন্তব্য জানা নেই।
বিপন্ন এই বিষাদময় পৃথিবী গড়িয়ে গড়িয়ে যেন ধ্বংসের খুব কাছাকাছি চলে গেছে। তাই সব্বাই চুপ - চাপ, ভয়ে ভয়ে চুপ - চাপ।
কবির কলম কিন্তু চুপ থাকেনি। কোনো মতেই থেমে যায়নি। মুক্তি চাই, মুক্ত একটা পৃথিবী চাই, সত্য - সুন্দর এক পৃথিবী চাই।
এই পৃথিবী নয় , অন্যরকম হয়তোবা অন্য একটা নতুন পৃথিবী।
তাই আলো চাই, সৃষ্টির আগুন চাই --- ইচ্ছে আগুন। যে ইচ্ছে আগুনে পুড়ে পুড়ে পুনর্জন্ম হবে ফিনিক্স পাখির মতন।
জন্ম নেবে বিশুদ্ধ মানুষ , গড়া হবে বিশুদ্ধ এক নতুন পৃথিবী।
কবির কলমে " ইচ্ছে আগুন - ফিনিক্স পাখি " বলিষ্ঠ মন্ত্র উচ্চারণে প্রশস্থ করে দেবে পুনর্জন্মের পথ । যে পথে উদযাপিত হবে দেশ - কালের গন্ডী হীন , সীমারেখা হীন , ভেদা - ভেদ হীন , সন্ত্রাস হীন, লোভ - লালসা - আক্রোশ হীন এক নতুন পৃথিবীর আগমন।
কবি পরিচিতি:
অনুপম দত্ত বাপ্পা
কবির জন্ম ইংরেজি ১৯৭৫ সালের ৩১শে আগস্ট। হুগলি জেলার ধনেখালি অন্তর্গত গোপীনগর গ্রামে। পিতা: ঈশ্বর অরুণ দত্ত, কাব্য সাহিত্য এবং নাটকের বিশেষ অনুরাগী ছিলেন।
আঞ্চলিক পরিচিতিতে তিনি যাত্রা এবং নাটকের সুখ্যাত অভিনেতা এবং নির্দেশক ছিলেন।
মাতা : কৃষ্ণা দত্ত , গৃহ বধূ, যাঁর মূল্যবোধে গড়া কবির এই জীবন।
কবি পেশায় : বাস্তুকার , বর্তমানে প্রতিবেশী রাষ্ট্র নেপালে ভারত সরকারের অধীন শতলুজ জল বিদ্যুৎ নিগমের পরিচালনায় অরুণ থ্রি ৯০০ মেগাওয়াট প্রজেক্টের একটি প্যাকেজের কনস্ট্রাকশন ডিভিশনের "এস এস এন আর " কোম্পানির তরফে মুখ্য প্রবন্ধক হিসাবে কর্ম রত।
কবিতা লেখার হাতেখড়ি ছোট বেলায় বাবার হাত ধরে যখন ষষ্ট শ্রেণীতে পড়তেন।
অসংখ্য পত্র পত্রিকা এবং লিটল ম্যাগাজিনে নিয়মিত প্রকাশিত হয় তার কবিতা।
এছাড়াও কিছুদিন সাংবাদিকতার কাজও করেছেন।
কবির ভালোলাগে পুরনো বইয়ের গন্ধ আর কলেজ স্ট্রিট বই পাড়া।
এটি কবির একক চতুর্থ কাব্য গ্রন্থ।
অন্যান্য একক কাব্য গ্রন্থ
" তবে আয় চলে আয়",
" শুধু তোর জন্যে" এবং
" জঠর গন্ধ "
সকলে বই কিনুন, বই পড়ুন। মজে থাকুন বই এর গন্ধে.
রঙমিলান্তির Chilekotha







Comments