এই সময়ের চরিত্ররা
- APTAA

- Sep 24, 2021
- 1 min read
গ্রন্থ পরিচিতি:
গল্পগ্রন্থ: এই সময়ের চরিত্ররা - নটরাজ মুখোপাধ্যায়

আসে পাশে জীবন বয়ে চলেছে নিরন্তর। এই ছোট গল্পগ্রন্থে সেই বহমান জীবনেরই কয়েক টুকরো লেখক তুলে এনেছেন। একজন সহ নাগরিকের চোখ দিয়ে দেখা এই জীবন কখনো গ্রামে, কখনো শহরে, কখনো মফস্বলে আবার কখনো নিছক যাত্রাপথে। একুশটি গল্প একুশ রকম স্বাদের। গল্পদের এই একান্নবর্তী পরিবারে যেমন সাধারণ ঘটনার কথা আছে তেমনি আছে মজার কথা, আবার যেমন আছে নিছক প্রেমের গল্প তেমনি আছে দুঃখের কথা। সমকালীন সমাজের খন্ড দর্শন এই মনিহারি পসরায় পাঠককে স্বাগত রইলো। কে জানে, ছবির মত খুঁটিনাটি বর্ণনায় সাজানো একদমই সাধারণ এই সব ছোট ছোট কতকথার মাঝে একাকী কোনো দুপুরে আপনি হয়তো নিজেকেই খুঁজে পেয়ে যাবেন!
আমার প্রথম বই প্রকাশিত। একুশটি ছোট গল্পের সংকলন। অনলাইন এ কেনার ঠিকানা Boichoi তে:
পড়ার পর মতামতের অপেক্ষায় রইলাম।
🙏🏻
নটরাজ মুখোপাধ্যায় - মেটালার্জি , ১৯৯৮




Comments