--বাংলা --
- APTAA

- Apr 4, 2022
- 1 min read
বাংলা মানেই আভিজাত্য বাংলা মানেই খাসা
বাংলা মানেই গর্ব কারন বাংলা মোদের ভাষা।
এই ভাষাতেই সাহিত্য সব বিশ্বসেরার চুড়ায়
এসো সবাই মিলিয়া বাঁচাইয়া রাখি যাহাতে মর্যাদা না ফুরায়।
এই ভাষাতেই রবিঠাকুর এর নোবেল পুরস্কার।
সত্যজিত রায় জিতিলেন বাংলাতেই অস্কার।
বাঙালী হৃদয়ে বাংলা স্বর্গ, বাংলা ভুবন, বাংলা বিশ্ব
বিদেশী ভাষারে প্রাধান্য দিয়া বাংলা ভাষারে করিওনা নিঃস্ব।
হিন্দি বলিও, ইংরেজি বলিও, তবে মাতৃভাষাটা আগে,
মাতৃভাষা মায়ের ভাষা, এই বোধ যেন জাগে।
যে ভাষায় মোরা দেই হাতে খড়ি, যে ভাষায় মোরা মানুষ গড়ি
সবাই এসো শপথ করি, শ্রদ্ধা রাখিবো বাঁচি আর মরি
রাখিবো তুলিয়া মস্তকে তারে করিবো না ছোট কভু,
এ ভাষারে যেন সমৃদ্ধ করি, সেই শক্তিটি দিও প্রভু।
-------++++++++++------
বিশ্বজিৎ পাল
মাইনিং - ২০০৫





Comments