top of page

আসানসোল পলিটেকনিকের প্রাক্তন ছাত্র সঞ্জয় ঘোষাল নিজে ক্যাম্পাস ইন্টারভিউ নিয়ে গড়ে দিলেন বর্তমান ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ

APTAA

৫ এপ্রি, ২০২২

আসানসোল পলিটেকনিকের , ১৯৯৬ সালের মেটালার্জির কৃতি ছাত্র শ্রী সঞ্জয় ঘোষাল যিনি বর্তমানে আর্সেলর মিত্তাল নিপ্পন স্টীল কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার পদে নিযুক্ত তিনি ৫ই এপ্রিল ২০২২ এ মেদিনীপুর পলিটেকনিক এ , নিজে উদ্যোগ নিয়ে আসানসোল পলিটেকনিক ও মেদিনীপুর পলিটেকনিকের দুটি কলেজেরই তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের ক্যাম্পাস ইন্টারভিউ নিয়ে আসানসোল পলিটেকনিকের মেটালার্জির ৪ জন ছাত্র ৪ জন ছাত্রী ২ জন মেকানিক্যাল ছাত্র ও ১ জন ইলেক্ট্রিকাল এর ছাত্র কে অর্থাৎ ১১ জন ছাত্রছাত্রী কে ক্যাম্পাস ইন্টারভিউ দ্বারা আর্সেলর মিত্তাল নিপ্পন স্টীল কোম্পানিতে নিযুক্ত করেন, তার সাথে মেদিনীপুর পলিটেকনিক এর বেশ কিছু ছাত্র ছাত্রীদের ও নিযুক্ত করেন। মেদিনীপুর পলিটেকনিকের পক্ষ থেকে সঞ্জয় ঘোষাল মহাশয় কে উষ্ম অভ্যর্থনা জানানো হয় ফুলের তোড়া ও চাদর দিয়ে. শ্রী সঞ্জয় ঘোষাল এর এই উদ্যোগ ও তার কর্মসাফল্যকে আসানসোল পলিটেকনিক এর প্রত্যেকে সাধুবাদ ও কুর্নিশ জানায়। এটি সত্যিই খুবই গর্বের বিষয় যে , নিজে যে কলেজ থেকে পাশ করা সেই কলেজের ছাত্রছাত্রীকে কর্মসংস্থান করে দেওয়ার যোগ্যতা অর্জন করা। জয় হো এপিটি

bottom of page